কাদের মির্জার নামে ভুয়া পেজ খুলে অপপ্রচারের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:২১ এএম, ২৭ মার্চ ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া পেজ খুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

এ বিষয়ে শুক্রবার (২৬ মার্চ) রাতে কাদের মির্জা বাদী হয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

তিনি বলেন, মেয়র আবদুল কাদের মির্জার নাম ও ছবি ব্যবহার করে কে বা কারা ফেসবুকে একটি পেজ খুলে বিভিন্ন আপত্তিকর পোস্ট দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা জানান, ‘আবদুল কাদের মির্জা’ নামে তিনি ফেসবুকের যে আইডি ব্যবহার করছেন, ঠিক ওই রকম নাম ও ছবি দিয়ে কে বা কারা আরেকটি পেজ খুলে আপত্তিকর অসত্য তথ্য ছড়িয়ে দিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার যড়যন্ত্র করছে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।