ভাসুরের রডের আঘাতে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২৬ মার্চ ২০২১
ফাইল ছবি

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাসুরের রডের আঘাতে ছোট ভাইয়ের স্ত্রী বালা বেগম (৩০) মারা গেছেন। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে সদর উপজেলার চররুহিতা গ্রামে আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বালা বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রামের নির্মাণ শ্রমিক নুর আলম নুরুর স্ত্রী

এ ঘটনায় অভিযুক্ত খোরশেদ আলমের ছেলে ফয়সাল নামে একজনকে আটকে রেখে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, খোরশদ আলমরা পাঁচ ভাই ও দুই বোন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি নুর আলম তার ঘরের পূর্ব পাশে নতুন করে রান্নাঘর নির্মাণ করে। এনিয়ে তার সঙ্গে সেজো ভাই খোরশেদের বিরোধ শুরু হয়। শুক্রবার দুপুরে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে খোরশেদ রড দিয়ে নুরুর স্ত্রী বালা বেগমের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথে কার মৃত্যু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নুর আলম নুরুর এক আত্মীয় জানান, ‘জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে খোরশেদ রড দিয়ে মাথায় আঘাত করে বালা বেগমকে হত্যা করেছে। ঘটনার পর থেকেই খোরশেদ পলাতক রয়েছেন।’

লক্ষ্মীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া বলেন, ‘ঘটনাটি আমি শুনিনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

কাজল কায়েস/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।