পদ্মায় গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২৬ মার্চ ২০২১
ফাইল ছবি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে ডুবে গিয়ে মারুফ (১২) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার কনকসার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত মারুফ উপজেলার নাগেরহাটের নতুনকান্দি গ্রামের মাহমুদুল হাসানের ছেলে। দুপুর ১২টার দিকে নদীতে গোসল নেমে নিখোঁজ হয় সে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ও স্থানীয়রা জানায়, জুম্মা নামাজের প্রস্তুতির জন্য দুপুর ১২টার দিকে কনকসার এলাকা সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে স্থানীয় মাদানিয়া ইসলামিয়া মাদরাসার মারুফসহ কয়েকজন ছাত্র। তারা নদী তীরের অদূরে জেগে উঠা চরে সাঁতরে গিয়ে ফিরে আসার সময় মারুফ পানিতে তলিয়ে যায়। গোসল শেষে নদী থেকে সব ছাত্ররা উঠে এলেও নিখোঁজ থাকে সে।

পরে শ্রীনগর ফায়ার সার্ভিস ও ডুবরী দল উদ্ধার কাজ শুরু করে। বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।