ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী বিক্ষোভকারীদের তাণ্ডব
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর ও শুক্রবার (২৬ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রদের বিক্ষোভ চলছে।
বিকেল তিনটা থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা ও জামিয়া সিরাজুল উলুম মাদরাসার ছাত্ররা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা শহরের প্রবেশমুখ কুমারশীল মোড় ও ভাদুঘর মাদরাসার মোড় অবরোধ করে রেখেছেন।
বিকেল ৪টার দিকে মাদরাসাছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তাদের দখলে নিয়েছেন। বিক্ষুব্ধরা স্টেশনে একটি টিকিট কাউন্টার, কন্ট্রোল প্যানেল ও চেয়ার ভাঙচুর করেন। এরপর তারা অগ্নিসংযোগ করেন। রেললাইনের ওপরে চেয়ার-টেবিলসহ স্টেশনের প্ল্যাটফর্মে থাকা মালামালে অগ্নিসংযোগ করে রেললাইনে ফেলে দেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শোয়েব আহমেদ জাগো নিউজকে জানিয়েছেন, ছাত্ররা স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এসআর/জেআইএম