ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপে সংঘর্ষ-গুলি, সাবেক ছাত্রলীগ নেতা আটক
ব্রাহ্মণবাড়িয়ায় শহরে আধিপত্য বিস্তারে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ১১টায় শহরের কাজিপাড়ায় মৌলভীহাটিতে এই ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন।
এই ঘটনায় পুলিশ রাতভর অভিযান চালিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান লেলিনসহ তিনজনকে আটক করে।
আহতরা হলেন, জেলা শহরের কাজিপাড়ার রশিদ মিয়ার ছেলে সাব্বির হাসান রায়হান (২৭), খলিল মিয়ার ছেলে আশরাফুল (২২) বাধন মিয়ার ছেলে সাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজিপাড়ায় আধিপত্য বিস্তারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান লেলিন ও তাকবিরের মধ্যে বিরোধ চলে আসছিল।
এরই জেরে বৃহস্পতিবার রাতে লেলিনের চাচাতো ভাই সাব্বির হাসান রায়হানকে মারধর করে তাকবির গ্রুপের যুবকরা। এই খবর পেয়ে লেলিনের নেতৃত্বে তার গ্রুপের যুবকরা আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেয়। একপর্যায়ে তাকবির গ্রুপের আশরাফুল ও সাকিবকে পেয়ে ছুরিকাঘাত করে লেলিন গ্রুপের সদস্যরা।
ছুরিকাঘাতের খবর ছড়িয়ে পড়লে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় একাধিক অস্ত্র থেকে গুলি চালানোর ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের চিকিৎসা করতে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাকবির গ্রুপের আহত আশরাফুল ও সাকিব হাসপাতাল থেকে পালিয়ে যান। এরপর হাসপাতাল থেকে লেলিন গ্রুপের রায়হানকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, এই ঘটনায় মেহেদী হাসান লেলিনসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একাধিক গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এসএমএম/এমএস