টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত সিভিল সার্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১১:২৫ এএম, ২৬ মার্চ ২০২১

করোনা টিকার প্রথম ডোজ গ্রহণের প্রায় দেড় মাসের মাথায় করোনায় আক্রান্ত হয়েছেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

সিভিল সার্জন জানান, বিগত কয়েকদিন ধরে তার জ্বরের পাশাপাশি অন্যান্য উপসর্গ দেখা দিয়েছিল। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্ত হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ৮ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় ডোজ নেয়ার ১৫ দিন আগে টিকা কার্যকর হয় না বলে জানতে পেরেছি। বর্তমানে বাসভবনে কোয়ারেন্টাইনে আছি।

এদিকে জেলায় এ পর্যন্ত সর্বমোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৫৮৯ জনের। যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৯ জনের ও সুস্থ হয়েছেন চার হাজার ৪২৮ জন।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।