বিস্ফোরক মামলায় ইউপি মেম্বারের ৭ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২৫ মার্চ ২০২১

মেহেরপুরের গাংনীতে বিস্ফোরক মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বারসহ চার আসামিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলার ১১ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতের বিচারক রিপন্তি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহীদুল হক।

দণ্ডিত আসামিরা হলেন, গাংনীর রায়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান আলী, ইয়াদুল ইসলাম, সুরুজ আলী ও নুহু আলী।

রায় ঘোষণার সময় ইউপি সদস্য হাসান আলী আদালতে উপস্থিত থাকলেও অন্য আসামিরা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি মধ্যরাতে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের মালসাদহ এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল এক সংঘবদ্ধ ডাকাত দল। এমন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ পাল্টা গুলি চালায়।

পালিয়ে যাওয়ার সময় হাসান, ইয়াদুল, সুরুজ ও নুহুকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই টিপু সুলতান প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।

এরপর এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায় ঘোষণা করেন।

আসিফ ইকবাল/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।