ছাত্রীদের উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড


প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৪ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

ভোলা সরকারি ফজিলতুননেসা মহিলা কলেজের পরিবেশ রক্ষায় ও  ছাত্রীদের উত্যক্ত করায় জাফরুল ইসলাম শিশির ( ২১) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিমুল হায়দার এ কারাদণ্ড দেন।

কলেজ অধ্যক্ষ ফখরুল আলম পাশা বলেন, শিশিরসহ একটি দল কলেজের পরিবেশ বিনষ্ট করছে। আজ সকাল থেকে বিনা অনুমতিতে কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অধ্যক্ষ আরও বলেন, শিশির প্রথমে তার বোন অনার্সে ভর্তি হবে এ কথা বলে কলেজে প্রবেশ করে। পরে দেখা গেল মিথ্যা কথা বলে কলেজে প্রবেশ করার পাশপাশি ক্লাস চলাকালীন ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। এ সময় শিক্ষকরা তাড়া করলে সে কলেজের এক কোণায় লুকিয়ে থাকে।

পরে খবর পেয়ে ৮ জন পুলিশের একটি দল এসে তাকে আটক করে। হাগকড়া পড়া অবস্থায় সে আবার পালায়। পুলিশ তাড়া করে। পরে রাত ৮ টায় তাকে কলেজের পেছনের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিমুল হায়দার তাকে এক বছরের কারাদণ্ড দেন।

অমিতাভ অপু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।