শত্রুতার জেরে খামারে আগুন, পুড়ে মরল ৯ ছাগল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৪ মার্চ ২০২১

অডিও শুনুন

পূর্ব শত্রুতার জেরে রাজশাহীর বাঘার উপজেলার কলিগ্রামের দ্বীন মোহাম্মদ দুখু নামের এক খামারির খামারে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এ আগুনে পুড়ে মারা গেছে তার ৯টি ছাগল।

বুধবার (২৪ মার্চ) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দিন মোহাম্মদ দুখু কলিগ্রামের মৃত এতিম আলীর ছেলে।

বুধবার সকালে ছাগলের খামারের মালিক দিন মোহাম্মদ দুখু বলেন, ‘আমার খামারে রাতের আধারে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুনে আমার ৯টি ছাগল পুড়ে মারা গেছে। এগুলোর মধ্যে তিনটি দু-এক সপ্তাহের মধ্যে বাচ্চা প্রসব করতো। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।’

অগ্নিকাণ্ডের বিষয়ে বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী বলেন, ‘আগুনে পুড়ে ছাগল মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সে খুব কষ্ট করে বাড়ির পাশে ঘর তুলে দেশি ছাগলের একটি খামার দিয়েছে। আগুনে পুড়ে তার ৯টি ছাগল মারা গেছে।’

বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল বারি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।