শেরপুরে বিধবাপল্লীর নিরাপত্তায় সভা


প্রকাশিত: ০১:১১ পিএম, ১০ নভেম্বর ২০১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় চূড়ান্ত বিচারে জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরকে সামনে রেখে তার নিজ এলাকা শেরপুরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আলোচনা হয়।

সভায় হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের মুহূর্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি বা নাশকতারোধে শেরপুরে আইন-শৃঙ্খলার সাথে সম্পৃক্ত সকল বিভাগকে শতভাগ সতর্কাবস্থায় থাকতে হবে। এজন্য জনপ্রতিনিধিসহ সকল দায়িত্বশীল প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকসহ ব্যাপক জনসচেতনতার উপরও গুরুত্বারোপ করেন তিনি।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মেহেদুল করিম, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জন চন্দ্র পাল, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুসহ আরো অনেকে।

সভাটি জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা হলেও মানবতাবিরোধী অপরাধের মামলায় কামারুজ্জামানের চূড়ান্ত রায়ে ফাঁসি এবং তা সহসাই কার্যকর উপলক্ষে সম্ভাব্য পরিস্থিতি ও প্রস্তুতির বিষয়টিই প্রাধান্য পায়। সভায় অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতার আশঙ্কায় সোহাগপুর বিধবাপল্লীসহ শেরপুরে অবস্থানরত রাষ্ট্রপক্ষের সাক্ষিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারী বাড়ানোসহ জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।