সাক্ষাৎকার নিয়ে চাঁদা আদায়, কারাগারে দুই ভুয়া সাংবাদিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৩ মার্চ ২০২১

নাটোরের নলডাঙ্গায় সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে আটক দুই ভুয়া সাংবাদিকসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২৩ মার্চ) মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত দুই সাংবাদিক হলেন, মাগুরা জেলা সদরের এসএম মুক্তার হোসেনের ছেলে সৌরভ হোসাইন (৩২), একই এলাকার লতিফ বিশ্বাসের ছেলে ফরিদুল ইসলাম মুরাদ (৩৩) ও তাদের ড্রাইভার মাগুরার গোয়ালকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে মামুন হোসেন (৩০)।

jagonews24

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (২৩ মার্চ) বিকালে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে চাঁদা নেয়ার সময় তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭১ বাংলা টিভির ভুয়া পরিচয়পত্র, লোগোসহ বুম, একটি ভিডিও ক্যামেরা ও তাদের বহনকারী প্রাইভেটকার (ঢাকা মেট্রো -গ-২৯-৭০৪৯ ) জব্দ করা হয়। রাতেই তাদের নামে মামলা দায়ের করে সকালে আদালতে তোলা হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারণার অভিযোগে মোমিনপুর গ্রামের শহিদুল ইসলাম বাবু মামলা দায়ের করেন।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।