হাজীগঞ্জ পৌর নির্বাচন : লবিংয়ে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:১৭ এএম, ২৪ নভেম্বর ২০১৫

নির্বাচনকে ঘিরে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রাজনৈতিক দু’দলের মেয়র প্রার্থীরা এখন দলীয় মনোনয়ন পেতে জোর লবিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কে পাবে দলীয় সমর্থন এ নিয়ে এখন হাজীগঞ্জ পৌরসভার ভোটারদের মাঝে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। ইতোমধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা পৌরসভার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন। দীর্ঘ ৫ বছর তিনি মাঠ চষে বেড়াচ্ছেন। দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি মাহবুব-উল-আলম লিপন। তিনিও দীর্ঘদিন দলের কান্ডারী হয়ে গণসংযোগ করে আসছেন। মনোনয়ন প্রত্যাশা তিনিও করেন। দলীয় সমর্থন পেলে এবং সকলের সহযোগিতা থাকলে তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী।

অন্যদিকে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব অরুণ কিছুদিন আগে থেকে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত বলেই দলীয় মনোনয়ন পেতে লবিং চালাচ্ছেন। এদিকে গত দু’মেয়াদের মেয়র আবদুল মান্নান খান বাচ্চু তৃতীয়বার নির্বাচন করার আশা ব্যক্ত করে ক্ষমতায় থাকাকালীন থেকেই প্রচারণা চালিয়ে গণসংযোগ করে বেড়াচ্ছেন। যেহেতু দলীয় প্রার্থী ঘোষণা করার কথা সেহেতু ১১বছর ক্ষমতাশীন এই মেয়র দলীয় টিকেট পেতে মরিয়া।

বিএনপির আরেক কান্ডারী হেলাল উদ্দিন মজুমদার। তিনি এম এ মতিন সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করে প্রচারণা করে যাচ্ছেন। গত আন্দোলন সংগ্রামে বন্দি নেতাকর্মীদের মুক্তির জন্য বহু অর্থ ব্যয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। হেলাল মজুমদার দলীয় সমর্থন ও শহীদ জিয়ার ধানের শীষ প্রতীক পেতে দীর্ঘ দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে, ১৪ দলের শরীক জাতীয় পার্টির কোনো প্রার্থীকে এখনও মাঠে দেখা যায়নি।

কে পাবেন দলীয় টিকেট এ নিয়ে হাজীগঞ্জে বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছে ভোটারদের মাঝে। তবে দু’রাজনৈতিক দলের যোগ্য এবং ত্যাগী নেতাদের দলীয় প্রতীক দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিলে সাধারণ ভোটারদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিবে না বলে জানান ভোটাররা।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।