শাল্লার ঘটনায় প্রধান আসামিসহ ৩০ জনের রিমান্ড শুনানি মঙ্গলবার
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার মামলায় প্রধান আসামিসহ ৩০ জনের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
আগামীকাল মঙ্গলবার (২৩ মার্চ) এই দিন ধার্য করেছেন আদালত। সোমবার (২২ মার্চ) সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জে কোর্ট ইন্সপেক্টর সেলিম নেওয়াজ।
তিনি জানান, রোববার (২১ মার্চ) শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনার মামলার প্রধান আসামি ইউপি সদস্য ও যুবলীগ নেতা শহিদুল ইসলাম স্বাধীন মিয়ার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এছাড়া অন্য ২৯ আসামির জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়।
তিনি আরও বলেন, আবেদনের পর আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শাল্লা জোনের বিচারক শ্যামকান্ত সিনহা মঙ্গলবার (২৩ মার্চ) রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
লিপসন আহমেদ/এসএমএম/জেআইএম