হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছে। সোমবার সকালে বাহুবল ও আজমিরিগঞ্জ উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
উপজেলার সাতগাঁও পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নানু মিয়া জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কামাইছড়া এলাকায় ঢাকা-সিলেট পুরনো মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা ৫ আরোহী মারা যায় এবং অপর ৭জন আহত হয়।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মনকোটা গ্রামের আবু জাহির (৬৫), বেনু মিয়া (৩৫), নাহিদুল ইসলাম (১৮), ফারুক মিয়া (২২) ও তার বাবা আরব আলী (৬০)। তারা সবাই নির্মাণ শ্রমিক।
আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
অন্যদিকে উপজেলা সদরের মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে ব্যাটারিচালিত টমটম উল্টে জলসুখা কেজিপি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জেএসসি পরীক্ষার্থী রাজু চন্দ্র গোপ ঘোষ আহত হয়। হবিগঞ্জ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আজমিরিগঞ্জ থানার ওসি তৈমুর বক্ত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।