১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ১৪৭টি গাছ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরােজপুর
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২১ মার্চ ২০২১

পিরােজপুরে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে একটি বাগান থেকে ১৪৭টি গাঁজাগাছ উদ্ধার করা হয়।

রোববার (২১ মার্চ) দুপুরে পিরােজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামের রহমান মুন্সির বাড়ির বাগান থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আরিফ শেখ (৩০)। তিনি পিরােজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামের জলিল শেখের ছেলে।

পিরােজপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলােয়ার হােসাইন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গােপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উত্তর রানীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আরিফকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এসময় জিজ্ঞাসাবাদের একপর্যায় তিনি গাঁজাগাছ চাষের কথা স্বীকার করেন। পরে উত্তর রানীপুর এলাকার রহমান মুন্সির বাড়ির বাগানে অভিযান চালিয়ে ১৪৭টি গাঁজাগাছ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আরিফ শেখের বিরুদ্ধে গাঁজা ব্যবসা ও গাঁজাগাছ চাষের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।