সস্ত্রীক করোনায় আক্রান্ত নেত্রকোনার জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:২৮ পিএম, ২১ মার্চ ২০২১

সস্ত্রীক করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন নেত্রকোনা জেলা প্রশাসক। শনিবার করোনা শনাক্ত হয়েছেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি আবদুর রহমান ও তার স্ত্রী কাজি সুমান্না আক্তার। বর্তমানে তারা দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার সিভিল সার্জন মো. সেলিম মিয়া।

তিনি আরও জানান, শনিবার জেলায় COVID-19 Rapid Antigen টেস্ট করা হয়েছে ১১ জনের। এর মধ্যে ০২ জনের Rapid Antigen test Report Positive শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া দুজনের মধ্যে রয়েছেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান এবং তার স্ত্রী কাজি সুমান্না আক্তার।

এ পর্যন্ত নেত্রকোনা জেলায় মোট ৮৭৭ জনের শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৫৪ জন। জেলায় মৃত্যু হয়েছে ১৬ জনের।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কাজি মো. আবদুর রহমান বলেন, শরীরে জ্বর রয়েছে। কিন্তু দুজনই সুস্থ আছেন। দ্রুত সেরে উঠতে সকলের দোয়া কামনা করেন তিনি।

এইচএম কামাল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।