কৃষি জমির মাটি কাটায় ৩ জনকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২০ মার্চ ২০২১

বিক্রির জন্য ফেনীর দাগনভূঞা উপজেলায় কৃষি জমির মাটি কাটার দায়ে তিনজনকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এ জরিমানা করেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি জমির মাটি কেটে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছে একটি চক্র। এতে করে জমির উৎপাদন ক্ষমতা হ্রাস ও জমির শ্রেণির পরিবর্তন হয়ে যাচ্ছে।

শনিবার ইউএনও নাহিদা আক্তার তানিয়া কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযানে বের হন। এ সময় ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা গ্রামে মাটি কাটার দায়ে খোন্দকার জাকির হোসেনকে ১ লাখ টাকা ও রামনগর ইউনিয়নের সেকান্দরপুরে মাটি কাটার দায়ে জাকির হোসেন এবং আব্দুস সাত্তারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে তিনজন থেকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দণ্ডিতরা এ মাটি কেটে উপজেলার বিভিন্ন ইটভাটায় ও ভিটে মাটির কাজে বিক্রি করে আসছেন বলে জানিয়েছেন। আগামীতে কৃষি জমির মাটি কাটবেন না বলে তারা ভ্রাম্যমাণ আদালতে মুচলেকা দেন।

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।