মুক্ত আকাশে ছাড়া পেল খাঁচায় বন্দি ২০ পাখি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২০ মার্চ ২০২১

দিনাজপুরের বীরগঞ্জে খাঁচায় বন্দি ২০টি পাখি উদ্ধার করে খোলা আকাশে অবমুক্ত করা হয়েছে। এই ঘটনায় জড়িত ফরিদুল ইসলাম (৩৮) নামে এক শিকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ মার্চ) দুপুর আড়াইটায় বীরগঞ্জ উপজেলার ২ নং পলাশবাড়ী ঝোলঝালি গ্রামে অভিযান চালিয়ে খাঁচায় বন্দি অবস্থায় ২০টি পাখি উদ্ধার করা হয়। পরে বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে পাখিগুলোকে অবমুক্ত করে দেয়া হয়। জরিমানা প্রাপ্ত পাখি শিকারি ঝোলঝালি গ্রামের হেজাত আলীর ছেলে।

jagonews24

পাখিগুলোর মধ্যে ছয়টি টিয়া, আটটি ঘুঘু, একটি পাতি সরালি, চারটি ডাহুক ও একটি তোতা পাখি ছিল।

বীর-গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ডালিম সরকার জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঝোলঝালি গ্রামের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফরিদুল ইসলামের কাছ থেকে খাঁচায় বন্দি অবস্থায় ২০টি পাখি উদ্ধার করে উপজেলায় নিয়ে আসা হয়। পরে উপজেলা পরিষদের সামনে পাখিগুলোকে খোলা আকাশে অবমুক্ত করে দেয়া হয়। এই ঘটনায় জড়িত পাখি শিকারি ফরিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাখি শিকারে ব্যবহৃত ফাঁদ ও খাঁচা পুড়িয়ে দেয়া হয়।

এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।