ধানের বস্তা চাপায় নিহত ১

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২০ মার্চ ২০২১
ফাইল ছবি

যশোরের নাভারণে ধান বোঝাই ট্রলি উল্টে বস্তা চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত আফজাল হোসেন ফকির (৫৮) শার্শা উপজেলার উলাশী-সম্বন্ধকাটি গ্রামের মৃত করিম বক্সের ছেলে। তিনি উলাশী বাজারের আড়ত ব্যবসায়ীর সহকারি হিসাবে কাজ করতেন।

নিহতের স্বজনরা জানান, শনিবার (২০ মার্চ) সকালে আফজাল হোসেন ফকির ধান বোঝাই ট্রলিতে বসে শার্শা থেকে নাভারণের দিকে যাচ্ছিলেন। পথে নতুন বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-৪৬১৫) পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলি রাস্তার পাশে উল্টে যায় এবং আফজাল হোসেন ফকির ধানের বস্তার নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. জামাল হোসেন/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।