গাজীপুরে নারী ছিনতাইকারীসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:১২ পিএম, ১৯ মার্চ ২০২১

গাজীপুরে নারীসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে মহানগরের চান্দনা চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার শ্রীপুর উপজেলার বাসিদেপুর গ্রামের খোকন বেপারীর ছেলে সিফাত (২২), গাজীপুর মেট্রোপলিটন সদর উপজেলার রথখোলা এলাকার মোবারক হোসেনের ছেলে নাহিদ (২৩), টাঙ্গাইলের সখিপুর উপজেলার চাকদো গ্রামের আবু রায়হানের ছেলে আশিকুর রহমান আকাশ (২১) এবং ময়মনসিংহের কতোয়ালী উপজেলার স্বদেশী বাজার (কালিবাড়ী) এলাকার কবির হোসেনের স্ত্রী রওশানা আখি (২৫)।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কামন্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি সুইচ গিয়ার চাকু, একটি ফোল্ডিং চাকুসহ চারজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার দীর্ঘদিন যাবত চান্দনা চৌরাস্তাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাস যাত্রী ও মোটরসাইকেল আরোহীদের অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে টাকা পয়সা, মোবাইল ফোন ও মূল্যাবান মালামাল ছিনতাই করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।