৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১৮ মার্চ ২০২১

রংপুরে অভিযান চালিয়ে পাঁচ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় আট প্রতিষ্ঠানকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে নগরীর নবাবগঞ্জ বাজারে র‌্যাব-১৩ ও পরিবেশ অধিদফতরের সহোযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

তিনি জানান, রংপুরের বিভিন্ন এলাকায় পলিথিন উৎপাদন, মজুত ও বাজারজাতকরণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।

জীতু কবির/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।