‘শান্তির দেশে কেউ অশান্তি সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না’
র্যাবের মহা পরিচালক (ডিজি) চৌধুরী আব্দুলাহ আল মামুন বলেছেন, ‘বাংলাদেশ হচ্ছে শান্তির দেশ। এই শান্তির দেশে কেউ অশান্তি সৃষ্টি করলে তাদেরকে ছাড় দেয়া হবে না। গতকাল এই গ্রামে হিন্দু সম্প্রদায়রে ওপর যে হামলা হয়েছে সেটি দুঃখজনক’।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে সুনামগঞ্জের ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হককে কটাক্ষ করে পোস্ট দেয়াকে কেন্দ্র করে শাল্লার নোয়াপাড়া গ্রামে হিন্দুদের বাড়িতে হামলার ঘটনাস্থল পরিদর্শনকালে এ কথা বলেন র্যাবের মহা পরিচালক।
তিনি জানান, এই গ্রামে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া সব ধর্মের প্রতি উদার হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ র্যাব-৯ এর লেফটেন্যান্ট কর্ণেল আবু মুসা মো.শরীফুল ইসলাম, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, লেফটেন্যান্ট কমান্ডার ফিঞ্চন আহমেদ, এএসপি মো.আব্দুল্লা প্রমুখ।
উল্লেখ্য, বুধবার (১৭ মার্চ) সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে আল্লামা মামুনুল হককে ফেসবুকে কটাক্ষ করায় তার সমর্থকরা বেশ কিছু বাড়িঘরসহ মন্দিরে ভাঙচুর-লুটপাট করেছে এমন অভিযোগ উঠে।
এর আগে নোয়াপাড়া গ্রামের ঝুমন দাস আপন নামের এক যুবক ফেসবুক আইডি থেকে আল্লামা মামনুল হককে কটাক্ষ করে স্ট্যাটাস দেওয়ার পর রাতে এলাকাবাসী থাকে গ্রেফতার করে পুলিশের কাছে তুলে দেয়। এরপর বুধবার সকাল থেকে দিরাই শাল্লা উপজেলার হাজারো মানুষ গ্রামটি ঘেরাও করে রাখে।
পরে নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে বেশ কয়েকটি বাড়িঘরসহ মন্দিরে হামলা করে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
লিপসন আহমেদ/এসএমএম/এমকেএইচ