ঠাকুরগাঁওয়ে অস্ত্রসহ দুই জেএমবি সদস্য গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অভিযান চালিয়ে দেশীয় পিস্তলসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ মার্চ) রাতে উপজেলার ভরনিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সহিদুল এবং ইমদাদ আলী নামের দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় দুইটি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা দীর্ঘদিন ধরে এই এলাকায় আত্মগোপন করেছিল। এখনো অভিযান চলমান রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে’।
তানভীর হাসান তানু/এসএমএম/এমকেএইচ