জীবননগরে ইউএনওর ওপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৮ মার্চ ২০২১

চুয়াডাঙ্গার জীবননগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকনের ওপর হামলার ঘটনায় পুলিশ আরও তিনজনকে গ্রেফতার করেছে।

বুধবার (১৭ মার্চ) রাতে জীবননগর থানা পুলিশ ও চুয়াডাঙ্গা ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, জীবননগরের মিনাজপুর গ্রামের মৃত ফকির মোহাম্মদ বিশ্বাসের ছেলে মহিবুল ইসলাম (৪৫), খাদেম হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩০) এবং সিরাজুল ইসলামের ছেলে হামিদ হোসেন (২৮)। এ ঘটনায় এ পর্যন্ত মোট সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৬ মার্চ) রাতে জীবননগরের ইউএনও এস এম মুনিম লিংকন জীবননগর থানায় রাষ্ট্রীয় কাজে বাধা দানের জন্য একটি মামলা করেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, জীবননগরের ইউএনও এস এম মুনিম লিংকন মঙ্গলবার রাতে থানায় মামলা করার পর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালিত হচ্ছে। বুধবার রাতে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে মঙ্গলবার রাতে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গার জীবননগরের কাটাপোল গ্রামে ইটভাটার মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মঙ্গলবার দুপুরে মঈদুল নামের একজন বাইসাইকেল আরোহী নিহত হন। এই ঘটনার পরিদর্শনে গেলে ক্ষুব্ধ গ্রামবাসী ইউএনও এস এম মুনিম লিংকনের ওপর হামলা চালান

সালাউদ্দীন কাজল/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।