ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ আটক ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১৭ মার্চ ২০২১

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী ও তিন শিশু রয়েছে।

বুধবার (১৭ মার্চ) দুপুরে ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে পদ্মপুকুর বড়তলা মোড় দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দালালসহ ১৫ জনকে আটক করা হয়। তাদের অধিকাংশের বাড়ি বাগেরহাট জেলায়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

লে. কর্নেল কামরুল আহসান আরও জানান, বর্তমানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার ঘটনা একটু বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে আসা যাওয়ার অভিযোগে ২৭২ জন নারী, পুরুষ, শিশু এবং সহায়তাকারী ২১ দালালকে আটক করে বিজিবি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।