মামুনুল হকের সমর্থকদের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২১

সুনামগঞ্জের শাল্লায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হকের সমর্থকদের বিরুদ্ধে মন্দিরসহ শতাধিক ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে বুধবার (১৭ মার্চ) উপজেলার নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে সোমবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝুমন দাস আপন (২৩) নামে এক যুবক অল্লামা মামুনুল হককে নিয়ে কটাক্ষ করেন। মঙ্গলবার (১৬ মার্চ) রাতে স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। এদিকে খবরটি ছড়িয়ে পড়লে বুধবার (১৭ মার্চ) সকালে আশপাশের গ্রামের কয়েক হাজার লোক রামদা, লাঠি-সোটা নিয়ে ওই গ্রাম ঘিরে ফেলে।

নোয়াপাড়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, হাজার হাজার মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামে হামলা চালায়। এ সময় গ্রামের বিভিন্ন বাড়িতে থাকা হিন্দু সম্প্রদায় ছাড়াও গ্রামের চন্ডিপুর মন্দির, দূর্গামন্দির, কালী মন্দির, শিব মন্দির, বিষ্ণু মন্দিরের পুরোহিতরাও গ্রাম ছেড়ে হাওরের দিকে চলে যান। এসময় হামলাকারীরা বাড়িঘরে লুট করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অসীম চক্রবর্তী ওই গ্রামের এক বাসিন্দা বলেন, ‘ফেসবুকে কে কি লিখল আমরা কিছুই জানিনা। হটাৎ করে আমার বাড়ির বিষ্ণু মন্দির ভাঙচুর করে শত বছর আগের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি নিয়ে গেছে হামলাকারীরা।’

jagonews24

স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ দাস বকুল বলেন, ‘মামুনুল হকের সর্মথকরা কমপক্ষে দুই থেকে আড়াই’শ ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে।’

শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘মামুনুল হককে নিয়ে এক যুবক কটাক্ষ করায় গতকাল (মঙ্গলবার) রাতে পুলিশ তাকে আটক করেছে। আজ (বুধবার) ঘর-বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছে স্থানীয়রা।’

এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মিজানুর রহমান দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান বললেন, ‘আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেয়ায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হলেও আজ সকালে মামুনুল হকের সমর্থকরা ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।’

তিনি আরও বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে।’

লিপসন আহমেদ/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।