সম্মেলনের ১৫ মাস পর ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৭ মার্চ ২০২১

সম্মেলনের ১৫ মাস পর ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী।

এর আগে গত সোমবার (১৫ মার্চ) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ৭৫ সদস্যবিশিষ্ট ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ ডিসেম্বর শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে মুহাম্মদ সাদেক কুরাইশীকে সভাপতি ও দীপক কুমার রায়কে সাধারণ সম্পাদক করে ২৪ জনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ রমেশ চন্দ্র সেন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনের ৯ মাস পর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক একটি কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেন। প্রস্তাবিত কমিটি জমা দেয়ার ৫ মাস পর ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

দুইজন নারী সদস্য স্থান পেয়েছেন কমিটিতে। এরমধ্যে একজন নারী সদস্য হিসেবে রয়েছেন। এছাড়াও পূর্ণাঙ্গ কমিটিতে নতুন মুখ রয়েছে ১৭ জন। এর মধ্যে পদে রয়েছে ৫ জন ও সদস্য পদে রয়েছে ১২ জন।

কমিটিতে সহ-সভাপতি পদে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, আব্দুল মান্নান, অ্যাডভোকেট তোজাম্মেল হক মঞ্জু, অ্যাডভোকেট ফজলুল হক, প্রবীর কুমার রায়, অ্যাডভোকেট শেখর কুমার রায়, মাহাবুবুর রহমান খোকন, এসএমএ মঈন, আক্তারুল ইসলাম, আবু লম টুলু, মনিরুজ্জামান জুয়েল। সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, মাজহারুল ইসলাম সুজন, সন্তোষ কুমার আগরওয়াল।

আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রনাথ রায়, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আশরাফুল হক চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নাসিরুল ইসলাম নাসির, ধর্ম বিষয়ক সম্পাদক বাবলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাসান আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলতাফুল রহমান খান, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা তুলি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক হাবীব আহম্মেদ উলুব্বী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুজ্জামান দুলাল, শ্রম সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুজ্জামান মুক্তা সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মহিদুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক জুয়েল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ সোহেল, কোষাধ্যক্ষ বেলাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক জুয়েল, কোষাধ্যক্ষ বেলাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক বাবলুর রহমান।

সদস্য পদে নতুন মুখ রয়েছে আবু হাসনাত বাবু, আহসান হাবীব বুলবুল, বনি আমিন, রাজিউর রহমান খোকন চৌধুরী, অ্যাড. মোজাফ্ফর আহমেদ মানিক, পার্থ সারথি সেন, আবু সাঈদ বাবু, রেজওয়ানুল হক বিপ্লব, কশিরুল ইসলাম, আব্দুল কাদের, মাসুদুর রহমান বাবু,

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, ‘দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েছিলেন। এখন পূর্ণাঙ্গ কমিটি পেয়ে তা কেটে গেছে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন, ‘প্রবীণ ও তরুণদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। প্রবীণদের পাশাপাশি তরুণ নেতৃত্ব দলকে আরও সুসংগঠিত করবে। কমিটির দায়িত্ব পাওয়া নেতারা এখন থেকে আরও আন্তরিকভাবে দলের কাজ করতে পারবেন।’

তানভীর হাসান তানু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।