মামুনুল হককে নিয়ে কটাক্ষ, যুবককে ধরে পুলিশে দিল গ্রামবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১১:০৮ এএম, ১৭ মার্চ ২০২১

সুনামগঞ্জের শাল্লায় ফেসবুকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে কটাক্ষ করে পোস্ট দেন ঝুমন দাস আপন (২৩) নামে এক যুবক। সেই পোস্ট দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী। এক পর্যায়ে তাকে খুঁজে বের করে মঙ্গলবার (১৬ মার্চ) রাতে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

আটক ঝুমন দাস আপন শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের গুপেন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝুমন দাশ আপনের বিরুদ্ধে ধর্মীয় নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ রয়েছে। গেল সোমবার দিরাইয়ে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলনে আল্লামা মামুনুল হকের আগমন মুহূর্তে ঝুমন দাশ আপন তার ফেসবুক আইডি থেকে কটাক্ষ করে পোস্ট দেন।

এ নিয়ে এলাকায় ও সামাজিক যোগাযোগ মধ্যেমে সমালোচনার ঝড় ওঠে। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জাগো নিউজকে জানান, আটক ঝুমন দাস আপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

লিপসন আহমেদ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।