সাভার সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস সাভার সেনানিবাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এরিয়া সদর দফতর, সাভারের তত্ত্বাবধানে ৮১ পদাতিক ব্রিগেডের আয়োজনে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি পালন করা হয়।
বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টায় বেলুন ও পায়রা উড়িয়ে এসব কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর এরিয়া কমান্ডার, সাভার এরিয়া ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, এনডিসি, এইচডিএমসি, পিএসসি এর উপস্থিতিতে অনুষ্ঠিত র্যালি ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সাভার সেনানিবাসে কর্মরত সকল সেনা সদস্যরা।
অনুষ্ঠানের ধারাবাহিকতায় সকল ইউনিটের নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা অনুষ্ঠান, ভিডিও এবং স্থিরচিত্র প্রদর্শিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে সাভার সেনানিবাসের সকল মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে সাভার সেনানিবাসের সকল প্রবেশদ্বারে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন লেখা ব্যানার দ্বারা সুসজ্জিত করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রবেশদ্বারে আলোকসজ্জা করা হয়।
আল-মামুন/এসএমএম/এমএস