মাদকসেবনকালে ধরা পড়া চেয়ারম্যানের প্রার্থিতা বাতিল
বরগুনার বেতাগী সদর ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান নজরুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিল করেছে আওয়ামী লীগ। সোমবার কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেতাগীর ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়। সেই তালিকায় বেতাগী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে আওয়ামী লীগ থেকে মনোনীত করা হয়।
পরে সোমবার মনোনয়ন বোর্ডের দ্বিতীয় সভায় গণভবন থেকে ঘোষিত মনোনয়ন বোর্ডের তালিকায় তার নাম কর্তন করে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হুমায়ন কবির খলিফাকে নতুনভাবে মনোনীত প্রার্থী হিসেবে সংযুক্ত করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ১২ জুলাই বরগুনায় ইয়াবা সেবনকালে একটি আবাসিক হোটেল থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ তিনজনকে আটক করে পুলিশ। উক্ত অভিযোগে তাকে ইউপি চেয়ারম্যান পদ থেকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে মাদকের মামলার অভিযোগ থাকায় তার মনোনয়নটি বাতিল করা হয় বলে জানা যায়।
এফএ/এমএস