হরতালে বরিশালের জনজীবন স্বাভাবিক


প্রকাশিত: ০৬:০২ এএম, ২৩ নভেম্বর ২০১৫

যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি বরিশালে। কোথাও জামায়াতের কোনো মিছিল কিংবা পিকেটিং এর খবর পাওয়া যায়নি।

সোমবার বরিশালের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। নগরীর দুটি বাস টার্মিনাল থেকে যথারীতি চলাচল করেছে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের বাস। চলেছে লঞ্চও। স্বাভাবিক ছিল শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, অফিস আদালতের কার্যক্রম।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান পিপিএম জানান, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ৬ শতাধিক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটেলিয়ান এবং র্যাবের টহল টিম রয়েছে। এখন পর্যন্ত কোনো নাশকতার খবর নেই এবং কাউকে আটক করা হয়নি ।

জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর খবর নেই।

সাইফ আমীন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।