মার্কেটে আসা নারীকে উত্ত্যক্ত করায় মাইক্রোচালকের জেল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৫ মার্চ ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক নারীকে উত্ত্যক্ত করায় সোবহান মিয়া (৩৫) নামের এক মাইক্রোচালকের চার মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম এ আদেশ দেন।

জানা গেছে, বিকেলে শায়েস্তাগঞ্জ পৌরসভার স্টেশনরোড এলাকায় হামিদ সু স্টোরের সামনে মাইক্রোচালক সোবহান মিয়া এক নারীকে উত্ত্যক্ত করেন। এ সময় ওই নারী প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। উৎসুক জনতা সোবহানকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ উত্ত্যক্ত করার অপরাধে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম জানান, উত্ত্যক্ত করার অপরাধে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।