করোনা ঠেকাতে আবারও মাঠে নেমেছে রাজশাহী জেলা প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৫ মার্চ ২০২১

আবারও বেড়েছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ ঠেকাতে রাজশাহীতে ফের মাঠে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

jagonews24

সোমবার (১৫ মার্চ) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন।

jagonews24

করোনার প্রাদুর্ভাব ও সচেতনতা সৃষ্টির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘করোনা সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক। মাঝে করোনার প্রার্দুভাব কমে যাওয়া জেলা প্রশাসনের অভিযানও কিছুটা শিথিল ছিল।

jagonews24

সরকারি নির্দেশনার বিষয়ে তিনি বলেন, ‘মন্ত্রীপরিষদ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। তাই রাজশাহী নগরীতে সকাল-বিকেল ভ্রাম্যমাণ আদালতের চারটি টিম মাঠে থাকবে। আর উপজেলা পর্যায়ে একটি টিম কাজ করবে। অস্বচ্ছল ব্যক্তিরা বিনামূল্যে মাস্ক পাবেন। তবে সামর্থ্যবান কেউ মাস্ক ব্যবহার না করলে জরিমানা গুণতে হবে।’

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।