৭ দিন ধরে অবরুদ্ধ জয়পুরহাটের এক পরিবার


প্রকাশিত: ০৫:৪৪ এএম, ২৩ নভেম্বর ২০১৫

জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে প্রতিপক্ষের চলাচলের রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়ায় স্ত্রী-সন্তান ও গৃহপালিত পশুসহ ৭ দিন ধরে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন মোখলেছুর রহমান। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলার আপোল-নিমেরপাড়া গ্রামে। মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে সোমবার (২৩ তারিখ) সকাল পর্যন্ত তারা এ অবস্থায় রয়েছে।   

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিলে আরও বড় ধরনের ক্ষতি করা হবে বলেও হুমকি দেয়ার অভিযোগ করেছেন অবরুদ্ধ পরিবারের সদস্যরা। বাধ্য হয়ে তারা প্রাচীরে মই দিয়ে বাইরে চলাচল করলেও গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন। তাছাড়া আমন ধান কেটে বাড়িতে উঠাতে পারছেন না। আলু চাষের জন্যে জমিতে সারসহ অন্যান্য উপকরণ নিয়ে যেতে পারছেন না।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার আপোল-নিমেরপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মোখলেছুর রহমানের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে তার প্রয়াত রড় ভাই মঞ্জুর রহমানের ছেলে সোহেল, ফরিদ, সোহাগ ও সুজন চলাচলের রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। ফলে মোখলেছুর স্ত্রী-সন্তান ও গৃহপালিত পশু নিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন।

এ ব্যাপারে মোখলেছুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিবাদের কারণে নিজের ভাতিজারা আমাকে সপরিবারে অবরুদ্ধ করে রেখেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিলে আরো বড় ধরনের ক্ষতি করা হবে বলে হুমকি দিচ্ছে। তাই কি করবো ভেবে পাচ্ছি না।

এ বিষয়ে অভিযুক্ত সোহেল, ফরিদ, সোহাগ ও সুজন জানান, বাড়ির জমির অংশ আমিনের সাহায্যে মাপজোক করে ভাগাভাগির জন্য চাচাকে বারবার বলেও কোনো সাড়া পাননি তারা। চাচাকে ওই কাজে বাধ্য করার জন্যই চলাচলের রাস্তা বন্ধ করে তাকে অবরুদ্ধ করা হয়েছে।

এ ব্যাপারে কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাশেদুজ্জামান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।