মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন ধর্মধঘট


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ১০ নভেম্বর ২০১৪

সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ সাত দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে ফের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহবান করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত মঙ্গলবার ভোর ৬টা থেকে বিভাগের সর্বত্র ধর্মঘট পালন করা হবে।

পরিবহন নেতারা জানান, সাত দফা দাবিতে গত ২৭ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে দেখা করলেও কোনো সদুত্তর মেলেনি। এ নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়।

গত শনিবার পরিবহন মালিক সমিতি এ লক্ষ্যে সংবাদ সম্মেলনে বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব সজীব আলী।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি জমির আহমেদ, সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান ছাড়াও সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ গণপরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।