হত্যা মামলার আসামির বাড়ির পাশে মিলল ১৫ ককটেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৪ মার্চ ২০২১

মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়া আমঘাটা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ ককটেল ও একটি টেঁটা জব্দ করেছে সদর থানা পুলিশ।

রোববার (১৪ মার্চ) রাত ৮টার দিকে স্থানীয় দেলোয়ার হোসেন দেলু নামের এক হত্যা মামলার আসামির বাড়িতে অভিযান চালানোর সময় এসব জব্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জাগো নিউজকে জানান, শনিবার (১৩ মার্চ) নয়া আমঘাটা এলাকায় দুইপক্ষের সংঘর্ষে ককটেল হামলায় জালাল ব্যাপারী নামের একজন নিহত হন। এ ঘটনায় আসামিদের গ্রেফতারে তাদের বাড়িতে অভিযানে যায় পুলিশ। এসময় এজাহারনামীয় ১নং আসামি দেলুর বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি টেঁটাসহ ককটেলগুলো জব্দ করা হয়েছে। আসামিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।

প্রসঙ্গত, নয়া আমঘাটা এলাকায় ট্রলি গাড়িতে আলু তোলাকে কেন্দ্র করে স্থানীয় দেলু ও জালাল ব্যাপারী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শনিবার (১৩ মার্চ) জালাল ব্যাপারীর ওপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দেলু। এসময় একটি ককটেল জালাল ব্যাপারীর মাথায় বিস্ফোরিত হলে খুলি উড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত জালালের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে দেলোয়ার হোসেন দেলুকে ১নংসহ ২৪ জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।

এদিকে ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে জালাল ব্যাপারীর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।