বান্দরবানে ভাল্লুকের আক্রমণে বৃদ্ধ আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১৪ মার্চ ২০২১

বান্দরবানের আলীকদমে ভাল্লুকের আক্রমণে এক বৃদ্ধ আহত হয়েছেন। রোববার (১৪ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার বলাইপাড়া আর্মি ক্যাম্প থেকে দেড় কিলোমিটার উত্তর পশ্চিমে কুরুকপাতা ইউনিয়নের সমথং পাড়ার একটি ঝিরিতে (পাহাড়ি ছোট জলাশয়) এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম ক্রইলং ম্রো। তিনি আলীকদমের কুরুক পাতা ইউনিয়নের সমথং পাড়ার মৃত রেংহান ম্রোর ছেলে।

স্থানীয়রা জানান, ক্রইলং ম্রো দীর্ঘদিন ধরে রাতে ঝিরিতে জাল পেতে রেখে সকালে মাছ ওঠাতে যেতেন। আজ সকালে জালের ফাঁদে আটকেপড়া মাছ ছাড়িয়ে নেয়ার সময় হিংস্র মা ভাল্লুক তাকে আক্রমণ করে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, ঘটনাস্থলে গিয়ে আহত ক্রইলংকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী চট্টগ্রামে নিয়ে গেছে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বান্দরবান সদরে চিম্বুক ম্রো পাড়ার গ্রামপ্রধান ইয়ান ওয়াই ম্রো ও তার শিশু নাতনিকে নিয়ে জুমে (জুম ক্ষেত) যাওয়ার পথে ভালুকের আক্রমণে শিকার হন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় তাকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।