৩ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক, ফিরে পেতে স্ত্রীর আকুতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৪ মার্চ ২০২১

শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের জয়সাগর গ্রামের মৃত সাফন আলী খলিফার ছেলে ভ্যানচালক জুয়েল খলিফা (৩০) তিন মাস ধরে নিখোঁজ। ২০২০ সালের ১১ ডিসেম্বর বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। এরপর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি পরিবারের লোকজন। এ বিষয়ে জাজিরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ জুয়েলের স্ত্রী রুপা বেগম জানান, ১১ ডিসেম্বর বিকেলে জাজিরা উপজেলার স্থানীয় লাউখোলা বাজারে যান জুয়েল। পরে বাজার থেকে ভ্যানে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। স্থানীয় ঢালীকান্দি ব্রিজের কাছে নেমে যান। এরপর থেকে নিখোঁজ তিনি। নিজ গ্রাম, পাশের গ্রাম ও আত্মীয়স্বজনের বাড়িতে খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘আমরা গরিব পরিবার। আমার সাত বছরের একটি মেয়ে জুঁই ও ১৩ দিনের ছেলে জোনায়েত। মেয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ও সবসময় বাবার জন্য কাঁদে। মেয়েকে কী বুঝ দেব, বুঝে উঠতে পারছি না। আমি আমার স্বামীকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই।’

জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘জুয়েল খলিফাকে খুঁজে বের করার জন্য পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে। মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষার জন্য জেলা পুলিশ সুপারের মাধ্যমে ক্রাইম ডাটা রিপোর্টের (সিডিআর) জন্য পুলিশ সদর দফতরে আবেদন করা হয়েছে। সিডিআরের অনুমোদন এখনো হাতে এসে পৌঁছায়নি। অনুমোদন পাওয়া গেলে প্রযুক্তি ব্যবহার করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

জুয়েল খলিফার সন্ধান পেলে তার স্ত্রী রুপা বেগমের মোবাইল নম্বরে (০১৭৪৪৬৫৯৪৪৮) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মো. ছগির হোসেন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।