পিএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ১২ সহস্রাধিক


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২২ নভেম্বর ২০১৫

সিলেটে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো ১২ হাজার ৮৮জন শিক্ষার্থী। এর মধ্যে ছয় হাজার ১০৪ জন ছাত্রী এবং পাঁচ হাজার ৯৮৪ জন ছাত্র। রোববার প্রথম দিনে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসিতে সবচেয়ে বেশি অনুপস্থিতি ছিলো হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলায় তিন হাজার ৭২২ জন এবং কম অনুপস্থিতি মৌলভীবাজারে দুই হাজার ৩০৯ জন। এছাড়া সিলেট জেলায় তিন হাজার ৩০৬ জন, হবিগঞ্জ জেলায় দুই হাজার ৭৫১ জন ছাত্র-ছাত্রী অনুপস্থিত ছিলো।

জানা যায়, এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে সিলেটে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো দুই লাখ ৩৭ হাজার ২৬৩ জন এবং ইবতেদায়ীতে ১৭ হাজার ৮০৭ জন। এর মধ্যে এক লাখ ১৬ হাজার ৯৯৩ জন ছাত্র এবং এক লাখ ৩৮ হাজার ৭৭ জন ছাত্রী।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক তাহমিনা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।