পরাজিত প্রার্থীর কর্মীর দোকানে হামলা, বিস্ফোরণে যুবক আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১২ মার্চ ২০২১

চুয়াডাঙ্গার জীবননগরে পরাজিত প্রার্থীর কর্মীর দোকানে হামলা ও বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে আল আমিন (১৮) নামে এক যুবককে আহত করেছে প্রতিপক্ষের সমর্থকরা। বৃহস্পতির (১১ মার্চ) পৌর এলাকার সুবলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের পশ্চিমপাড়ার সরজত আলী বিশ্বাস বলেন, পৌর নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আপেল মাহমুদের পানির বোতল প্রতীকের পক্ষে কাজ করেছিলাম। ওই নির্বাচনে আমাদের প্রার্থী পরাজিত হয়। বিজয়ী কাউন্সিলর প্রার্থী আপিল উদ্দিনের কর্মী-সমর্থক বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে স্থানীয় শফি উদ্দিনের ছেলে নাঈম, নাহিদ, ইমদাদুল হকের ছেলে আওয়াল (৩২), মধু মণ্ডলের ছেলে বিদ্যুৎ (১৮), ছফুর খানের ছেলে জুলফিকার (৩২), লল্টু মিয়ার ছেলে তৌফিক (১৮) ও মুসার ছেলে তোহিদুল (২২) আমার দোকানের সামনে আতশবাজির বিস্ফোরণ ঘটায়। তারা আমার দোকানে প্রবেশ করে মালামাল তছনছ করে, ক্যাশে থাকা ৪৫ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। এসময় আমার ছেলে আল আমিনকে তাড়া করে মারধর করে গুরুতর আহত করে।

এ বিষয়ে বিজয়ী কাউন্সিলর প্রার্থী আপিল উদ্দিন বলেন, ‘আমি ঘটনা শুনেছি। তবে আমাকে কোনোপক্ষ এখনও পর্যন্ত কোন কিছু জানায়নি।’

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার ব্যাপারে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেন নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।