২৩ বোতল ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১১:৫২ এএম, ১২ মার্চ ২০২১

চুয়াডাঙ্গার জীবননগরে অনলাইন চ্যানেল ‘৭১ বাংলা’ টিভির কথিত সাংবাদিক মিলন ২৩ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে জীবননগর পৌর শহরের রাজনগর বাাজরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মিলন জীবননগর পৌর শহরের রাজনগর পাড়ার আইজউদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) ফকির ফেরদৌস সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌর শহরে মাদক বিরোধী অভিযান চালান। এসময় তারা ভুয়া সাংবাদিক মিলনকে ২৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।