অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুত করায় ৩ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুত করায় এগারসিন্দুর কোল্ডস্টোরেজকে তিন লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব জানায়, পাকুন্দিয়ার সুখিয়া ইউনিয়নের বড় আজলদী এলাকায় এগারসিন্দুর কোল্ডস্টোরেজে আসন্ন রমজানে বিক্রির উদ্দেশ্যে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুত করেছে- এমন খবরে বুধবার (১০ মার্চ) দুপুরে অভিযান চালানো হয়। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খেজুর রাখায় কোল্ডস্টোরেজের ম্যানেজার মাজহারুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন আদালত।
আদালতে নেতৃত্ব দেয়া পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান জানান, খাদ্য মজুতে পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রাথমিক ভাবে কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে রমজান উপলক্ষে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মজুত খেজুর স্যানিটারি ইন্সপেক্টরকে দিয়ে পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানায় র্যাব।
নূর মোহাম্মদ/এএইচ/এএসএম