কয়লা তৈরির ১৩ চুল্লি ধ্বংস
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে ওঠা কাঠ পোড়ানো ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, উপজেলার পাহাড়ি এলাকার আজগানা, গোড়াই, বাঁশতৈল ও তরফপুর ইউনিয়নে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে কয়লা তৈরির চুল্লি নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে তারা ওইসব চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে অন্যত্র বিক্রি করছেন। এতে পরিবেশের মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে চুল্লির আগুনের তাপে গাছ-গাছালি, পশু-পাখি ও জীববৈচিত্রের ক্ষতি হচ্ছে। যার ফলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সেগুলো ধ্বংস করে দেন।
সূত্র আরও জানায়, গত দুই বছরে কমপক্ষে দেড় শতাধিক কয়লা তৈরির চুল্লি ধ্বংস করেছে মির্জাপুর উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রমমাণ আদালতের বিচারক মো. জোবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এস এম এরশাদ/আরএইচ/এমকেএইচ