দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:১৪ এএম, ০৮ মার্চ ২০২১
ফাইল ছবি

সাতক্ষীরায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মনি (৪৬) নামের একজন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৭ মার্চ) রাত ১০টায় সাতক্ষীরা-আশাশুনি সড়কের আলিয়া মাদরাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত মনিরুজ্জামান সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার আব্দুস সালাম আমিনের ছেলে।

আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলা নুনগোলা গ্রামের আব্দুল হামিদের ছেলে নজরুল ইসলাম (২০) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে অতিক (২২) এবং ঝিনাইদহা জেলার হরিনাকুন্ড এলাকার সুবোল মণ্ডলের ছেলে শান্ত (৪৫)।

স্থানীয়রা জানান, রাতে মনিরুজ্জামান মনি ও তার বন্ধু শান্ত মোটরসাইকেলে ধুলিহর এলাকা থেকে সাতক্ষীরা শহরে ফিরছিলেন। পথিমধ্যে রাত ১০টায় সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদরাসার কাছে পৌঁছালে ধুলিহরগামী অপর একটি মোটরসাইকেলর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক মনি ও আরোহী শান্ত এবং অপর মোটরসাইকেল চালক আতিক ও আরোহী নজরুল গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খুলনা নেয়ার পথে মনি মারা যান। গুরুতর আহত শান্ত, আতিক ও নজরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আতিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।