রনদা প্রসাদ সাহার ১১৯তম জন্মজয়ন্তী আজ


প্রকাশিত: ০৫:৪০ এএম, ২২ নভেম্বর ২০১৫

আজ ২২ নভেম্বর (রোববার) দানবীর রায় বাহাদুর রনদা প্রসাদ সাহার ১১৯তম জন্মজয়ন্তী। প্রতি বছরের মতো এবারও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মির্জাপুর রনদা নাট মন্দিরে দানবীর রনদা প্রসাদ সাহার ১১৯তম জন্মজয়ন্তী পালন করা হবে। এতে সভাপতিত্ব করবেন রনদার একমাত্র পৌত্র কুমুদিনী কল্যান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, এটিএন বাংলার এডিটর-ইন-চীফ ও ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের নির্বাচিত সদস্য মনজুরুল আহসান বুলবুল। এছাড়াও অনুষ্ঠানে দেশের প্রখ্যাত কবি-সাহিত্যিক-শিল্পী-বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন বলে কুমুদিনী পরিবার সূত্র জানিয়েছেন।

Mirjapur

তৎকালীন ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমার অজপাড়াগাঁ মির্জাপুর গ্রামে বাংলা ১৩০২ সালে উত্থান একাদশীতে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন দানবীর রনদা প্রসাদ সাহা। তার বাবার নাম দেবেন্দ্র নাথ সাহা। প্রতি বছর উত্থান একাদশী তিথিতে রনদা প্রসাদ সাহার জন্মজয়ন্তী পালন করা হয়।

রনদা প্রসাদ সাহার অন্যান্য কীর্তির মধ্যে নারী শিক্ষা প্রতিষ্ঠার জন্য ভারতেশ্বরী হোমস, টাঙ্গাইল সদরে কুমুদিনী মহিলা কলেজ (বর্তমানে সরকারি), মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ (বর্তমান সরকারি) উল্লে­খযোগ্য।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।