রাজবাড়ী অতিক্রম করেছে মুজাহিদের মরদেহ


প্রকাশিত: ১২:১৭ এএম, ২২ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের পর জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার নিজ জেলা ফরিদপুরের পথে রওনা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রোববার সকাল ৫টা ৫০ মিনিটে রাজবাড়ীতে পৌঁছায়। পরে ৬টা ১০ মিনিটের দিকে রাজবাড়ী সীমানা পাড় হয় মরদেহবাহী অ্যাম্বুলেন্স।

এর আগে শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে মুজাহিদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে যায়। কারাগার থেকে চারটি অ্যাম্বুলেন্স বের হয় যার চারটিতে কফিন আর আর দুটিতে মরদেহ। পাশাপাশি দুটি পুলিশের গাড়ি ও দুটি র‌্যাবের গাড়ি রয়েছে বহরে।

কারা সূত্র জানায়, মরদেহবাহী অ্যাম্বুলেন্স সেসব জায়গা দিয়ে মুজাহিদের গ্রামের বাড়ি যাবে সেসব এলাকার পুলিশ সুপারদের আগেই অবহিত করা হয়েছে যেন কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি না হয়।

রুবরেুল রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন