কাদের মির্জার নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:০২ এএম, ০৫ মার্চ ২০২১
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ৯টা ৬মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে তিনি এ দাবি করেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

প্রিয় দেশবাসী,

জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আমার সম্মান নষ্ট করতে আমার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন Fake Account করতেছে একটি কুচক্রী মহল। আমি যখন অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সাহস করে সত্য বলে প্রতিবাদ করেছি তখন অপশক্তিরা আমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গভীর ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার সম্মান নষ্ট করার উদ্দেশ্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে এসব Fake Account করতেছে। আপনাদের সকলকে সচেতন থাকতে অনুরোধ করছি।

আশা করি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তি বিপ্লবের এই যুগে Fake Account -এর মধ্য দিয়ে কেউ বিভ্রান্ত হবেন না।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।