রাজশাহীতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন


প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২১ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার রাত ৮টা থেকে নাশকতা রোধে র্যাব ও পুলিশের পাশাপাশি স্টাইকিং ফোর্স হিসেবে নগরীতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছে।

রাজশাহী বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার রাত থেকে রাজশাহীতে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে রাজশাহী মহানগরীতে তিন প্লাটুন ও ৯ উপজেলায় চার প্লাটুন দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তাদের টহল অব্যাহত থাকবে বলে জানান রাজশাহী বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক।

শাহরিয়ার অনতু/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।