ফেনীতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন


প্রকাশিত: ০৪:১১ পিএম, ২১ নভেম্বর ২০১৫

ফেনীতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার রাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরে নাশকতার আশঙ্কায় এ বিজিবি মোতায়েন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাতেই বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের সম্ভাবনা থাকায় ফেনীতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিএনপি-জামায়াতের নাশকতা এড়াতে ফেনীতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন পয়েন্টে র্যা ব, পুলিশ ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

ফেনীস্থ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শামীম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

জহিরুল হক মিলু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।