ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় পৌর মেয়রের স্ত্রী-ছেলেসহ নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:০৭ এএম, ০৪ মার্চ ২০২১
প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী ও ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় মেয়রসহ গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কাইচাইল ইউনিয়নের কাইলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নগরকান্দার পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার (৪৫), তার ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (২৫) ও মেয়রের সঙ্গী কামাল হোসেন (২৭)।

স্থানীয়রা জানান, পারিবারিক কাজে ভাঙ্গায় যান মেয়র নিমাই চন্দ্র সরকার। সেখান থেকে পরিবার নিয়ে মাইক্রোবাসে করে ফিরছিলেন। পথে রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দার কাইলার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

তারা আরও জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী ও সঙ্গী মারা যান। আহত অবস্থায় ছেলেকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।